আলমগীর হোসেন : গাজীপুরে ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকা থেকে মোঃ ওয়াহিদুল (২৪) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
গত সোমবার রাতে জেলার কালিয়াকৈর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
আটককৃত মোঃ ওয়াহিদুল (২৪) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সোনাখালী গ্রামের মো. মৌজ আলী মল্লিকের ছেলে এবং সে কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লিবিদ্যুৎ এলাকায় বসবাস করেন।
গাজীপুর ডিপি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গাজীপুর ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ টীম জেলার কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে মোঃ ওয়াহিদুল-কে ১৯পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
পরে মঙ্গলবার দুপুরে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।