গাজীপুর-১ আসনে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন ভোট : বিপুল ভোটে এগিয়ে নৌকা

0
1190
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : সারাদেশের ন্যায় গাজীপুর-১ আসনেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ভোট গ্রহন। নৌকা প্রতিকের প্রার্থী আ.ক.ম মোজাম্মেল হক বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

সকালের শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে সাধারণ ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। দুপুরের আগ মূহুর্তেই অধিকাংশ ভোট কেন্দ্রগুলোতে বেশির ভাগ ভোট প্রয়োগ হয়েছে বলে জানা যায়। জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুজ্জামান এর তথ্যমতে, গাজীপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ০৬ লাখ ৬৫ হাজার ৫৪৫ জন। এখানে মোট ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিলো ২৩৬ টি।
সরজমিনে সকাল থেকেক গাজীপুর-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরের দেখা যায়, সকাল ৮ থেকেই শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। কোনো কেন্দ্রে আপত্তিকর কোনো কিছু চোখে পড়েনি। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে।
গাজীপুর-১ আসনের কালিয়াকৈর ভুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের প্রথম ভোট দিতে আসা তরুণ ভোটার আরিফা আক্তার বলেন, ভোটের আগেরদিনও মানুষের কাছে যেমনটি শুনেছিলাম যে, নিজের ভোট নিজে দিতে পারবো না, কিন্তু আজকেক খুব সুন্দর পরিবেশে নিজের জীবনের প্রথম ভোট নির্বিগ্নে প্রয়োগ করতে পেরেছি, এ জন্য আমি খুবই আনন্দিত।

একই কেন্দ্রের ধানের শীষের এজেন্ট ছিলো ৫ জন। তাদের মধ্যে মো: হালিম মিয়া জানান, সকাল ৮ টা থেকেই আমাদের এখানে খুব শান্তি প্রিয়ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় আ.লীগ বা কারো পক্ষ থেকে কোনো বাধা নিষেধ পাইনি। যে যার মতো সুষ্ঠুভাবে ভোট দিয়েছে।

বেসরকারি ভাবে গাজীপুর-১ আসনের সবকেন্দ্রের ভোটের ফলাফলে নৌকা প্রতিক পেয়েছে- ৪ লক্ষ ১ হাজার ৫৩৬ ভোট, ধানের শীষ প্রতিক পেয়েছে- ৯২ হাজার ৩৭০ ভোট। নৌকা প্রতিক বিপুল ভোটে এগিয়ে থাকার বিষয়টি জানা গেলেও সরকারি ভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাও কাছ থেকে এখনও কোনো ঘোষনা পাওয়া যায়নি।

শেয়ার করুন