টঙ্গীর ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা : আসামি ২৫ হাজার

0
1403
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমাকে ঘিরে তাবলীগ জামাতের সা’দ কান্দলভী ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। আর এ মামলায় আসামি করা হয়েছে ২০-২৫ হাজার ব্যাক্তিকে।

পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার অভিযোগে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দু’পক্ষের সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা পুলিশের কাজে বাধা প্রদান করে। এছাড়া ওই সংঘর্ষে এক মুসল্লি নিহত এবং কয়েকশ মুসল্লি ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

উল্লেখ্য, গত শনিবার ভোর থেকে জোড় ইজতেমা ঘিরে দিল্লি মারকাজ ও দেওবন্দ পন্থিদের সংঘর্ষে টঙ্গীর ইজতেমা ময়দান রণক্ষেত্রে পরিণত হয়। এতে একজন নিহত এবং কয়েকশ জন আহত হওয়ার ঘটনা ঘটে।

শেয়ার করুন