ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভারটেক্স একাডেমি স্কুলে ১ জানুয়ারী সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মানিক হোসেনের সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্টান অনুষ্টিত হয়।
বই উৎসব অনুষ্টানে শিক্ষার্থীরা হাতে বই পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠে। অনুষ্টানে বক্তারা বলেন, শিক্ষায় পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অনুকরণীয়। বিশ্বের কাছে আমরা এখন রোল মডেল। কেউ আমাদের এ অগ্রগতি কে থামাতে পারবে না।
নতুন বাংলাদেশের সম্ভাবনা বাস্তবায়নে নেতৃত্বে দিচ্ছেন বাংলাদেশর সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা।
আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম। এর জন্য আমাদের শিক্ষার গুণগত মানকে বিশ্বমানে পৌঁছাতে হবে। আজকের এই তরুণ প্রজন্মই এই দেশকে বিশ্ব দরবারে উঁচু করে তুলে ধরবে।
অনু্ষ্টানে সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মানিক হোসেনসহ এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।