গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বহেরাতলী জামিউল সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠের দক্ষিন পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬টি পেট্রোল বোমা ও ৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শুক্রবার সকাল ৯ টার দিকে ওই বোমা ও ককটেল উদ্ধার করে ফুলবাড়িয়া ফাঁড়ি পুলিশ।
ফুলবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মিনহাজ হোসেন জানান, শুক্রবার সকালে ফুলবাড়িয়া ইউনিয়নের বহেড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদ ও এতিমখানা মাঠের পাশে স্থানিয় এক মহিলা গরু চড়াতে যায়। এসময় ওই মহিলা কিছু বোতল পড়ে থাকতে দেখে। এসময় সে ওই বোতল গুলো দেখতে পায় এবং স্থানিয় আরও কয়েক জনকে ডাকে। পরে স্থানিয়রা তাজা পেট্রোল বোমা এবং ককটেল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনা পৌছে ওই স্থান থেকে ৬টি তাজা পেট্রোল বোমা এবং ৯টি ককটেল উদ্ধার করে।
গাজীপুর প্রতিদিন /কালিয়াকৈর/৩ জানুয়ারি ২০১৯/আলমগীর/তুহিন