গাজীপুরে পিস্তল ও ইয়াবাসহ দুই যুবক আটক

0
1495
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাবো এলাকা থেকে দু’টি বিদেশি পিস্তল ও ৩শ’ পিছ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উজিলাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার সাইকালিয়া এলাকার আবুল বাশারের ছেলে মো. রাজীব (২৫) ও একই উপজেলার উজিলাবো এলাকার আফাজ উদ্দিনের ছেলে মনির হোসেন (২৮)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিলাবো এলাকার মাসুদ নামের এক ব্যক্তির বাসায় অভিযান চালানো হয়। এসময় ওই বাসা থেকে দু’টি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩শ’ পিস ইয়াবাসহ রাজীব ও মনির হোসেনকে আটক করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ পালিয়ে যায়।

তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের জন্য পিস্তল দুটি এনেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন