গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন স্কুল, কলেজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো ভাষা শহীদদের স্মরনে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী পালিত হয়।
পরে ওই দিন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিশুকিশোরদের চিত্রাংকণ, রচনা প্রতিযোগিতা ও দেশাত্মকবোধক গানের আয়োজন করা হয়। অপরদিকে উপজেলার সফিপুর পূর্বপাড়া ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রভাত ফেরি করে নিজস্ব শহীদ মিনারে পুস্প অর্পণ করে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানায়।
পরে শিশুকিশোরদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার স্কুল কলেজ, সামাজিক সংগঠন, প্রেসক্লাব, মানবাধিকার সংগঠন এনজিও প্রতিষ্ঠানসমূহ পৃথক এ কর্মসূচী পালন করেছে।