কালিয়াকৈরে এক যুবককে কুপিয়ে হত্যা

0
2134
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আন্ধারমানিক এলাকায় নাজমুল ইসলাম (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার সফিপুর আন্ধারমানিক পূর্বপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত নাজমুল উপজেলার রাখালিয়া চালা এলাকার মৃত. আলাউদ্দিনের ছেলে। তিনি সফিপুর এলাকায় ভাড়া বাসায় থেকে প্রাইভেটকার চালাতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে একটি দোকানে বসেছিল নাজমুল। এ সময় ওই দোকান থেকে দুর্বৃত্তরা তাকে জোর করে সফিপুর পেঁপে বাগান এলাকায় নিয়ে যায়। পরে সেখানে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নাজমুলের মরদেহটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, রাতেই মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন