কালিয়াকৈরে গনপিটুনিতে দুই গরু চোর নিহত

0
1060
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় গণপিটুনিতে দুই ‘গরু চোর’ নিহত হয়েছে।

শনিবার ভোর ৪টার দিকে উপজেলার বরিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।
নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

এলাকাবাসীর বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন মজুমদার জানান, শনিবার ভোর রাতে উপজেলার নওলা গ্রামের শাহজাহান এবং মোহন আলীর বাড়ি থেকে ট্রাকযোগে ৬ টি গরু চুরি করে। পরে তারা পার্শ্ববর্তী বরিয়াবহ গ্রামের সামাদ আলীর বাড়িতে গরু চুরি করতে গেলে বাড়ি লোকজন টের পেয়ে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোরদের ধাওয়া করে। এসময় দুই চোরকে আটক করে গণপিটুনি দেয়, আরও তিনচোর ট্রাকসহ গরু নিয়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত লোকজন আটককৃত ওই দই চোরদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।

খবর পেয়ে পুলিশ শনিবার বেলা ১১ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শেয়ার করুন