গাজীপুরের শ্রীপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

0
1370
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গত (২৭ ফেব্রুয়ারি) বুধবার ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বারতোপা এলাকার চাঁন মিয়ার পুত্র রাজীব (২২), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রাজাপুর গ্রামের নেপাল সরকারের ছেলে আপেল সরকার (২৩) ও একই এলাকার রোকন মীর (২৩)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম মোল্লা বিপিএম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাজীপুরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গত ২৮ ফেব্রুয়ারি আনসার রোড এলাকা হইতে ডাকাতি হওয়া ৮ ভরি রুপা ও ৪ আনা স্বর্ন উদ্ধার করা হয়।

পরে বৃহস্পতিবার আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামীদের মধ্যে রাজীব ও আপেল গত ১৭ ফেব্রুয়ারি উপজেলার বারতোপা ফুলানির ছিট গ্রামে চৌধুরী হাসান সুহেলের বাড়ীতে ডাকাতির কথা স্বীকার করে বিজ্ঞ আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম (আদালত নং-৩) এ ১৬৪ ধারা জবানবন্দি দেয়। আসামীদের নামে ময়মনসিংহ সহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি সহ একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন