গাজীপুরের শ্রীপুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার

0
1398
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরে বিভিন্ন সময়ে বেশ কিছু ডাকাতির ঘটনার পর অবশেষে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বর্তমান সময়ে ডাকাত এক আতঙ্ক এবং ডাকাতির কারণে অতিষ্ঠ অনেক এলাকার জনসাধারণ। এর মধ্যে গাজীপুরের কালীগঞ্জে গণপিটুনিতে শিবপুরের কুখ্যাত ডাকাত জুম্মনসহ দুই ডাকাত নিহতের পর গাজীপুরের কালিয়াকৈরে গণপিটুনিতে দুই ‘গরু চোর’ নিহত হওয়ার মতো ঘটনাও ঘটেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুরের শিবচর থানার মো. সুরুজ হাওলাদার (৩৮), বারেক হাওলাদার (৫৫), মোশারফ হোসেন ওরফে মিলন চকিদার (৪০), কালকিনি থানার মোস্তফা (৪৫), মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার মনিরুজ্জামান (৩৩), গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকার মো. মাহবুব মিয়া (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার দুর্গাপুর গ্রামের মো. সাজু (২৩)।

তাদের বিরুদ্ধে ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার শনিবার বিকালে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসাররোড এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে শ্রীপুর থানার টহল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল সঙ্গে আনা পিকআপসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রাস্তায় ব্যারিকেট দিয়ে ৭ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাদের কাছ থেকে একটি পিকআপ, একটি লোহা কাটার, একটি চাকু, একটি দা, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার রড জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, কালিয়াকৈর ও শ্রীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, জেলা ডিবির (ওসি) সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য: ০২ ফেব্রুয়ারি শনিবার ভোর ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় গণপিটুনিতে দুই ‘গরু চোর’ নিহত হয়।

এর আগে গত ২৯ জানুয়ারি মঙ্গলবার রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরীর রাথুরা গ্রামে এক বাড়িতে ডাকাতি শেষে আরেক বাড়িতে ডাকাতি করতে গেলে গণপিটুনিতে শিবপুরের কুখ্যাত ডাকাত জুম্মনসহ দুই ডাকাত নিহত হয়।

ওইসব ঘটনায় গ্রেপ্তারকৃত ডাকাত দলের সম্পৃক্ততা রয়েছে বলেও জানান এসপি শামসুন্নাহার। এছাড়াও বিভিন্ন সময়ে ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন