গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

0
1335
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব-চান্দনা এলাকায় জয়দেবপুর-ঢাকা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ২২বছর তার পরনে ছাই রঙের প্যান্ট ও গেঞ্জি রয়েছে ।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাস্পের ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, জয়দেবপুর-ঢাকা রেললাইনে সকাল ৮টার দিকে পূর্ব চান্দনা এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন