গাজীপুর প্রতিদিন ডেস্ক : কালিয়াকৈর পৌর ভবনের পূর্ব পাশের চন্দ্রা-কালিয়াকৈর রাস্তার পাশ থেকে পা বাধা অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার ভোরে পৌরসভার মহিষবাতান এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল মিয়া জানান, শনিবার ভোরে পৌর ভবনের পূর্ব দিকে রাস্তার পাশে অজ্ঞাতা এক যুবকের মরদেহ পরে থাকতে দেখে স্থানিয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রশি দিয়ে পা বাধা অবস্থায় অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০বছর। পড়নে খয়েরি রংয়ের ফুলহাতা শার্ট ও ব্লু রংয়ের জিন্স প্যান্ট রয়েছে এবং রশি দিয়ে নিহতের পা বাধা ছিল।
পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয় ।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে পা বেধে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ওই স্থানে ফেল দিয়েছে গেছে ।