গাজীপুর সংবাদদাতা : খাদ্যে ভেজাল রোধে মহানগরীর রাজেন্দ্রপুর ও সালনা এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) এর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি’র নের্তৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সটি কর্পোরেশন আইন-২০০৯ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৪টি দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন অফিসার এবং সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা মলয় কুমার দাস জানান, নগরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় সিটি কর্পোরেশন আইন-২০০৯ এর ৯৩ ধারায় এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় বিসমিল্লাহ হোটল ও কুমিল্লা হোটেল প্রত্যেককে পাঁচ হাজার টাকা এবং সালনা এলাকার মাহিম হোটেল কে ৩ হাজার ও মিস্টিতে রং মেশানো এবং ওজনে কম দেয়ার অভিযোগে টাঙ্গাইল পোড়াবাড়ী সুইটসকে ভ্রাম্যমাণ আদালত ৩ হাজার টাকা জরিমানা করেন।
নগরবাসীকে স্বাস্থ্যসন্মত খাদ্য নিশ্চিত করতে হোটেল- রেস্তোরায় খাদ্যদ্রব্য খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে রাখা, খাবারে রং মেশানো, ওজনে কম দেয়া এবং খাবার প্যাকেটে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে সুত্র জানায়।