পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আনসার একাডেমীতে নতুন আনসার ব্যাটেলিয়ন সদস্য নিয়োগ এর জের ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরী প্রত্যাশীরা। এসময় আনসার একাডেমীর মেইন গেইটের সামনে বিক্ষোভকারীরা এগিয়ে আসলে আনসার সদস্য ও চাকরী প্রার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে দুই আনসার সদস্যসহ প্রায় অর্ধশত লোক আহত হয়।
রবিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার সফিপুর আনসার একাডেমীর ১নং গেইটের সামনে আনসার সদস্য ও চাকরী প্রার্থীদের মাঝে এঘটনা ঘটে।
চাকরী প্রার্থী-নজরুল ইসলাম এবং তাদের অভিবাবক- আশিকুর রহমান, তাপস কুমার ও শাখাওয়াত হোসেনের মাধ্যমে জানাযায়, পূর্ব ঘোষিত নিয়োগ সার্কোলেশন অনুযায়ী বরিশাল ও কুমিল্লা রেঞ্জের আনসার ব্যাটেলিয়ন সদস্য নিয়োগের সূত্র ধরে চাকুরী প্রত্যাশী এবং তাদের সাথে তাদের অভিবাবকরা সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সফিপুর আনসার একাডেমীর ১নং গেইটে এসে জমা হয়। পরে তাদেরকে নিয়ম অনুযায়ী ডেকে ভেতরে নিয়ে যাওয়া হয়। এর কিছু সময়পর একের পর এক প্রার্থীদের বিভিন্ন অজুহাতে অযোগ্য ঘোষনা করে বাইরে বেড় করে দেওয়া হয়। পরে অযোগ্য ঘোষানাকৃত প্রার্থীরা একত্রিত হয়ে তাদেরকে অন্যায় ভাবে অযোগ্য ঘোষনা করে ভেতর থেকে বেড় করে দেওয়া হয়েছে বলে দাবী করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিষয়টি আনসার একাডেমী কর্তৃপক্ষের নজরে আসলে তারা ২০/২৫জনের একটি টিম এসে বিক্ষোভকারীদের উপর এলোপাথারী ভাবে লাঠিচার্জ করে। এসময় বিক্ষোভরত চাকরী প্রত্যাশী ও তাদের অভিবাবকসহ প্রায় অর্ধশত আহত হয়। এছাড়া ওই সময় চাকরী প্রত্যাশীদের মধ্যে থেকে ৪/৫ জনকে ধরে আনসার বাহিনী ভেতরে নিয়ে আটকে নির্যাতন করে বলেও জানান বিক্ষোভকারীরা।
এব্যাপারে আনসার একাডেমীর প্লাটন কমান্ডার মো: আ: ছালাম জানান, পূর্ব ঘোষিত নিয়োগ সার্কোলেশন অনুযায়ী বরিশাল ও কুমিল্লা রেঞ্জের আনসার ব্যাটেলিয়ন সদস্য নিয়োগের সূত্র ধরে বিভিন্ন এলাকার চাকুরী প্রত্যাশী এবং তাদের সাথে তাদের অভিবাবকরা সকালে এসে আমাদের গেইটের সামনে উপস্থিত হয়। পরে নিয়মতান্ত্রিক ভাবে তাদের ডেকে ভিতরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে থেকে যাচাই বাচাই করে সঠিক প্রার্থীদের নির্বাচন করার হয়। বাকিদের গেইটের বাইরে চলে যেতে বলা হয়। পরে নির্বাচিত প্রার্থী ছাড়া বাকিরা গেইটের বাইরে চলে আসে। এর কিছুক্ষন পর শুনতে পাই বাহিরে কিছুলোক চাকরীতে অনিয়ম হয়েছে দাবি করে ঢাকা-টাঙ্গাইল অবরোধ করে আমাদের মেইন গেইটের সামনে বিক্ষোভ করছে।
পরে বিষয়টি জানার পর আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সড়ে যেতে বললে তারা আমাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এসময় আমাদের গেইটের একটি গ্লাস ও নামের ফলক প্লেট ভাংচুরসহ দুই আনসার সদস্যকে আহত করে। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে আমরা ওই পরিস্থিতি নিয়ন্ত্রন করতে থানা পুলিশের সহায়তায় তাদের ঘটনাস্থল থেকে সড়িয়ে দেই।
এছাড়া আনসারদের মাধ্যমে তাদের উপর কোন লাঠিচার্জ বা কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।