গাজীপুরে মোশারফ ক‌ম্পো‌জিট কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ড

0
1300
Print Friendly, PDF & Email

পুনম শাহরীয়ার ঋতু, নিজেস্ব প্রতিবেদক : সদর উপ‌জেলার বা‌নিয়ারচালা এলাকায় মোশারফ ক‌ম্পো‌জিট লি‌মি‌টেড কারখানার তুলার গুদা‌মে অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে।

শুক্রবার (১৯ এ‌প্রিল) রাত ৮ টার দি‌কে এ আগুন লাগার ঘটনা ঘ‌টে।

শ্রীপুর ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন অ‌ফিসার রাম প্রসাদ পাল জানান, রাত ৮ টার দি‌কে বা‌নিয়ারচালা এলাকায় মোশারফ ক‌ম্পো‌জিট লি‌মি‌টেড কারখানার তুলার গুদা‌মে আগুন লা‌গে। খবর পে‌য়ে জয়‌দেবপুর ও শ্রীপুর ফায়ার সা‌র্ভি‌সের ৪টি ইউ‌নিট কর্মীরা ঘটনাস্থ‌লে রওনা হয়। ত‌বে ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছা‌নোর আ‌গেই কারখানার ‌নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্র‌ণে আ‌না হয়। আগুন লাগার কারণ ও ক্ষ‌তির প‌রিমাণ জানা যায়‌নি।

কারখানার জেনা‌রেল ম্যা‌নেজার গৌত্তম কুমার মিত্র জানান, আগুন লাগার পর ফায়ার সা‌র্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু তা‌দের কাজ কর‌তে হয়‌নি। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভা‌নো হয়। আগু‌নে তেমন ক্ষ‌তি হয়‌নি।

এরআগে ২০১৮ সা‌লের ৮ মার্চ ভো‌রে ওই কারখানার তুলার গুদা‌মে ভয়াবহ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে ছিলো।

শেয়ার করুন