পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে হাবিবপুর এলাকার তিন রাস্তার মোরে মোঃ শহীদুল ইসলাম (৩৫) নামের এক ইজিবাইক চালকে বেদম ভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা।
শনিবার দুপুর আনুমানিক ১.৩০ মিনিটে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাবিবপুর এলাকার তিন রাস্তার মোরে ওয়াসিমের দোকানের সামনে শহিদুল ইসলাম (৩৫) নামের ইজিবাইক চালককে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে গুরুতর আহত করেছে নজরুল ইসলাম নামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।
আহত শহিদুল ইসলাম এর পিতার নাম মোঃ আক্কেল আলী কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাবিবপুর এলাকার স্থায়ী বাসিন্দা।
আহত ব্যক্তির পরিবার সূত্রে যানাযায়, আহত শহীদুলের ভাগ্নে জামাই মোঃ শওকাত আলী পিতা মৃত. আবু সামাদ সাং হাবিবপুর, তার কাছে নজরুল ইসলাম সুদের পঞ্চাশ হাজার টাকা পেতো। সেই পাওনা টাকার জন্য শওকত আলীকে রোজ রোজ চাপঁ সৃষ্টি করে নজরুল ইসলাম। শাওকাত সেই টাকার জন্য কিছু সময় চায় নজরুলের কাছে। কিন্তুু কোন সময় দিবেনা বলে নজরুল তাকে বলেন আমার টাকা তারাতারি দাও তোমাকে কোন সময় দেয়া হবেনা। সেই সময় শওকাত বলেন আমার কাছে এখন কোন টাকা নাই আমাকে কিছুদিন সময় দিন ব্যবসা বানিজ্য করে টাকা শোধ করে দিব। কিন্তুু এতে নজরুল ইসলাম আরো ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করতে থাকে এতে শওকাত ইসলাম তার সাথে তর্কে জরিয়ে পরে। দুজনের তর্কের এক পর্যায়ে নজরুলের ছেলে বিপ্লব আসে সেও তখন বাবার সাথে সাথে গালিগালাজ করে। নজরুল ইসলাম শওকত ইসলাম কে হত্যা করবে বলে সাশাতে থাকেন। এ সময় নজরুলের ভাই বজলুর রহমান সহ অজ্ঞাত নামা কিছু লোকজন রামদা রট লাঠিসুটা নিয়ো তাদের উপর হামলা করে। এসময় শহিদুল ইসলাম ইজিবাইক চালিয়ে আসছিলেন পথি মধ্যে ভাগ্নি জামাই শওকাতের সাথে ঝগড়া দেখে শহিদুল বাধা দিতে গেলে বজলুর পিছন থেকে রাম দা দিয়ে মাথায় আঘাত করে। এতে পাশে থাকা শওকতের খালাতো ভাই আমির হামজা ও স্ত্রী রেহেনা বেগম কে মারাত্মকভাবে গুরুতর আহত করে। সেই সময় আহতদের আত্মা চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসলো নজরুল ও তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তারা এখন থানা সাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দিন আছে। এনিয়ে কালিয়াকৈর থানায়১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬/ ধারায় মামলা করা হয়। মামলা নং-৫৬। এঘটনার সাথে জরিত তিনজন কে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এ এস আই জাহাঙ্গীর আলম জানান ঘটনার সাথে জরিত নজরুল, বজলুর, বিপ্লব কে আটক করা হয়। আটককৃত আসামীদের রোববার সকাল ১১ টায় কোর্টে প্রেরণ করা হয়।