গাজীপুরে দল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ

0
1318
Print Friendly, PDF & Email
SAMSUNG CAMERA PICTURES

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর প্রতিনিধি ঃ গাজীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিটি গভারন্যান্স প্রজেক্টের (সিজিপি) প্রাথমিক দলের সম্পাদিকাদের নিয়ে ‘দল ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২১ মে মঙ্গলবার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সিজিপি’র সিনিয়র এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, সিজিপি’র সিনিয়র বস্তি উন্নয়ন কর্মকর্তা এটিএম শামসুদ্দিন, সোসিও ইকোনোমিস্ট সোনিয়া খানম, কমিউনিটি এক্সপার্ট আকন্দ শহিদুল আলম, কমিউনিটি এক্সপার্ট মনোরঞ্জন মজুমদার প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় দলের সদস্যদের সাথে প্রতি সপ্তাহে সভা করা, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের ব্যবস্থা করা, সঞ্চয় ব্যাংকে জমা ও আদায় নিয়ে আলোচনা, ক্ষুদ্র ঋণ নিয়ে আলোচনা, স্বাস্থ্য ও বাল্যবিবাহ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে প্রাথমিক দলের ৩৬জন সম্পাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন