ডেস্ক নিউজ : গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় একটি সোয়েটার কারখানায় এসি মেরামতের সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এ সময় তিন জন আহত হয়েছে।
রোববার সন্ধ্যায় দি ইস্মোত লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতের নাম ফরহাদ হোসেন (৩০)। তিনি এসি টেকনিশিয়ান ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মীরেরসরাই থানার বিছানলায়। তার বাবার নাম ইকবাল চৌধুরী। আহত আব্দুল কাদের, শাহ আলম এবং রুহুল আমীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন এবং স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই কারখানায় এসি মেরামতের সময় সেটির বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে শ্রীপুর এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে ফরহাদ ঘটনাস্থলে নিহত এবং তিন জন আহত হয়।