ডেস্ক নিউজ, গাজীপুর : মে দিবসে গাজীপুর মহানগরের উত্তর ছায়াবীথীর হাক্কানি এলাকা থেকে সফিকুল ইসলাম (২২) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত সফিকুল নেত্রকোণার দুর্গাপুর থানার ফুলপুর এলাকার নুরুল আমিনের ছেলে। উত্তর ছায়াবীথি এলাকায় জেসমিন বিল্ডার্স লিমিটেড নামে একটি কোম্পানির ঠিকাদারী প্রকল্পে মাটিকাটা শ্রমিকের কাজ করতেন তিনি।
নিহতের মা বিউটি আক্তার জানান, ওই প্রকল্প এলাকার সীমানা প্রচীরের ভেতরে সফিকুলসহ ১২জন মাটিকাটা শ্রমিক রাতে থাকতো। ভোরে জিকো নামের অপর এক শ্রমিক ফজরের নামাজ আদায় করতে পাশের মসজিদে যাওয়ার সময় একটি আম গাছের সঙ্গে গলায় গামছা বাঁধা অবস্থায় সফিকুলের ঝুলন্ত লাশ দেখতে পান।
জিএমপি’র সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মোডকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত রিপোর্ট হাতে পেলে জানাযাবে।