গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে অধ্যক্ষের অপমানজনক গালাগাল সইতে না পেরে এক কর্মচারী হার্ট অ্যাটাক করেছেন বলে অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার উপজেলার বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
হার্ট অ্যাটাকে আহত আবদুল মালেক মিয়া প্রতিষ্ঠানটির অফিস সহকারী পদে কর্মরত।
তথ্য অনুসন্ধানে জানা যায়, গত মঙ্গলবার সকালে এক শিক্ষার্থী প্রশংসাপত্রের জন্য অফিস সহকারীর কাছে যান। পরে তাকে অনুরোধ করে অনুমতির জন্য তাকে অধ্যক্ষের কাছে পাঠানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ তাকে অপমানজনক বিভিন্ন গালাগাল করেন। অপমানজনক গালাগাল সহ্য করতে না পেরে বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরিক্ষা-নিরীক্ষা করে ধরা পড়ে সে হার্ট অ্যাটাক করেছে।
এ ব্যাপারে অধ্যক্ষ সোলায়মান সিকদার বলেন, মিথ্যা ভাউচার সাজিয়ে আমাকে দেওয়ার কারণে বকাঝকা করেছি। সে দুর্বল শরীর নিয়ে তর্ক করতে আসে কেন?
একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, প্রতিষ্ঠানটিতে নানা অনিয়ম রয়েছে। বর্তমানে অধ্যক্ষের দুর্ব্যবহারে অনেকে অতিষ্ঠ হয়ে উঠেছে।