গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫নং ওয়ার্ডের হরতকীতলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে নূরুল পোষাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ওই কারখানার ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে।
ঝুট ব্যবসার নিয়ন্ত্রন নিতে এ হামলায় কালিয়াকৈর পৌর শ্রমিকলীগের সভাপতি হারিজ উজ্জামান খান হারিজসহ তার সাথে থাকা অন্তত ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানাযায়, পৌরসভার হরতকিতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নূর গ্রুপের একটি তৈরি পোষাক কারকানায় কালিয়াকৈর পৌর শ্রমিকলীগের সভাপতি হারিজ উজ্জামান খান হারিজ দীর্ঘদিন যাবত ঝুট ব্যবসা করে আসছেন। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার পৌর শ্রমিকলীগের সভাপতি হারিজ উজ্জামানসহ তার লোকজন কারখানার গেটে অবস্থান করছিল, বেলা ৩টার সময় হটাৎ করে কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহাবায়ক বেলায়েত হোসেন চৌধূরী ও স্থানীয় আওয়ামীলীগ নেতা তসলিমের নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী দা, লাঠি, লোহার রড, চাপাতি, স্টীলের পাইপ নিয়ে কারখানায় গেটে অবস্থানরত হারিজসহ তার সাথে থাকা লোকজনের উপর হামলা চালায়। অতর্কিতে বেলায়েত হোসেন চৌধূরী ও তসলিমের নেতৃত্বে ২০/২৫ জনের গ্রুপটি ওই কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রন নিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার ঘটনায় কালিয়াকৈর পৌর শ্রমিকলীগের সভাপতি হারিজ উজ্জামানসহ তার সাথে অবস্থানরত কম পক্ষে ৭ জন আহত হয়।
কারখানা গেটে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পৌর আওয়ামীলীগের যুগ্ম আহাবায়ক মজিবর রহমান ইয়াছিন ঘটনা স্থলে উপস্থিত হন। ওই হামলার ঘটনায় বেলায়েত হোসেন চৌধূরীকে ১নং আসামী করে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ নামে থানায় হারিজউজ্জামান একটি অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈরে উপজেলা আওয়ামীলীগের নতুন সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে ঝুট ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে দীর্ঘদিন যাবত পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। হঠাৎ করে ওই দিন নূর গ্রুপের নূরুল পোষাক কারখানায় পৌর আওয়ামীলীগের আহবায়কের উপস্থিতিতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রন নিতে গেলে ঝুট ব্যবসায়ীদের অঙ্গন অনেটাই উত্তপ্ত হয়ে উঠে।
নাম প্রকাশ না করার শর্তে এক ত্যাগি ও প্রবীন আওয়ামীলীগ নেতা জানান, আমি দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জরিত কিন্তু কোন ঝুট ব্যবসার সাথে আমার সম্পৃক্ততা নাই, কিন্তু আওয়ামীলীগে যোগ দেয়া কিছু হাইব্রিট নেতা বড় বড় পদ বাগিয়ে নিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। আমাদের মাননীয় প্রধান মন্ত্রী বার বার এ সব হাইব্রিট আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে সতর্ক করলেও কালিয়াকৈরে হাইব্রিট আওয়ামীলীগ নেতাদের দাপট বেড়েই চলেছে।
ওই কারখানার ঝুট ব্যবসায়ী ও পৌর শ্রমিকলীগ নেতা হারিজউজ্জামান জানান, আমি ওই কারখানার প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবসা করে আসছি। বিষয়টি আমার দলীয় সিনিয়র নেতারা সকলেই অবগত আছেন, ওই দিন আমি কারখানা গেটে অবস্থান করছিলাম হটাৎ করে পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন চেধূরী ও তসলিমের নেতৃত্বে আমার লোকজনের উপড় হামলা করে।
বেলায়েত হোসেন চৌধূরী জানান, আমি নূরুল পোষাক কারখানার ম্যানেজমেন্টের সাথে কারখানার দু-তলায় অবস্থান করছিলাম গেটে কি ঘটনা ঘটেছে এব্যাপারে আমি জানিনা।