পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় দেয়া ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর দেয়া প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন, পল্লীবিদ্যুৎ সমিতি অফিস ঘেরাও ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
সাধারণ ভুক্তভুগি পল্লিবিদুৎ এর গ্রাহকগন জানান নতুন এই প্রি-পেইড মিটার সিস্টেম এখন একটা আতঙ্ক হয়ে দাড়িয়েছে।তারা আরো অভিযোগ করেন আগে যে পরিমান বিদুৎবিল আসতো এখন আরো তিন গুন বেশি বিদুৎবিলের জামেলা পোহাতে হচ্ছে।টাকা রিচার্চ করার সাথে সাথে টাকা উদাও হয়ে যায়। তাই তারা এই প্রি-পেইড মিটার বন্ধের দাবী জানান।
সকালে কালিয়াকৈর বাজার বাস স্টেশনে মানববন্ধন কর্মসুচী পালন করে ভুক্তভোগীরা। পরে বিক্ষুব্ধরা ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কালিয়াকৈর জোনাল অফিস ঘেরাও করে তারা।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
প্রি-পেইড মিটার বন্ধের দাবী ও পল্লিবিদুৎ অফিস ঘেরাও এ বিষয়ে মোটুফোনে জানতে চাইলে ঢাক পল্লিবিদুৎ
কালিয়াকৈর জোনাল অফিসের ডিজিএম জনাব মোঃ সোলাইমান হোসেন জানান যে গনপ্রজাতন্ত্রী সরকারের নির্দেশেই এ প্রি-পেইড মিটার সিস্টেম চালু করা হইছে। কিন্তুু গ্রাহকগন বিদুৎ বিল নিয়ে একটু ভুল বুঝাবুঝিতে আছেন। এখানে বেশী কোন টাকাই কাটা হয়না। আপনি যতটুকু বিদুৎ খরচ করবেন ঠিক ততটুকুই টাকা কাটা হয়। তিনি আরো বলেন সাধারণ গ্রাহক এ বিষয়ে কোনকিছু বুঝার চেষ্টা করছেনা। আমরা তাদেরকে প্রি-পেইড মিটার সমপর্কে অনেক বুজানোর চেষ্টা করেছি।
এসময় স্থানীয় পল্লীবিদ্যুতের গ্রাহক আবেদ হাসান, আব্দুল হালিম, হারুণ-অর রশিদসহ কালিয়াকৈর পৌর এলাকার সর্বস্তরের জনসাধারণ গন উপস্থিত ছিলেন।