গাজীপুর প্রতিদিন ডেস্ক : ধর্মীয় স্বাধীনতা একজন মানুষের মৌলিক অধিকার- এ কথা বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নামের একটি সংগঠনের নেতারা।
শুক্রবার প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা এ কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক মুফতি আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দীন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, অর্থ সম্পাদক অ্যাডভোকেট হেলাল, সহ-সাধারণ সম্পাদক ডা. এস এম সারওয়ার, অর্থ সম্পাদক মাওলানা আবু নাসের মুহাম্মদ মুসা।
বক্তারা বলেন, ‘ধর্মীয় স্বাধীনতা একজন মানুষের মৌলিক অধিকার। ভারতে মুসলিম যুবক তাবরীজ আনসারীকে জয় শ্রী রাম ও জয় হনুমান বলতে বাধ্য করা হয়েছিল যা কোন ধর্ম বিশ্বাসীর কাজ হতে পারে না। সর্বশেষ তাকে পুলিশ হেফাজতে হত্যা করা হয়। আরেকজন মাদ্রাসা শিক্ষক শাহরুক হাওলাদারকে টুপি, দাঁড়ি ও পাঞ্জাবি পরিধানের অপরাধে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। বর্তমান দেশটি মুসলমানদের জন্য নিরাপদ নয়। সেখানে মুসলিম হত্যা বন্ধ না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও করা হবে হুঁশিয়ারি দেন বক্তারা।