সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত

0
2375
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ১৪তম সভা গত বৃহস্পতিবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সভাপতিত্ব করেন।

২০১৮-১৯ অর্থবছরে অসুস্থ, আহত ও অসচ্ছল সাংবাদিক ও তাদের পরিবারকে সহায়তা ভাতা প্রদান চূড়ান্ত করার নানা বিষয় আলোচনা হয় সভায়।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, সদস্য প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব ও ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস) এস এম মাহফুজুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি মোল্লা জালাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র শাবান মাহমুদ, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক মো. কাশেম হুমায়ুন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি আবু জাফর সূর্য প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন