গাজীপুর প্রতিদিন ডেস্ক : আগামী ১৯ জুলাই থেকে ভারতের ৫টি প্রদেশে মুক্তি পাচ্ছে ‘সিতারা’ ছবিটি। এতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনেতা জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবু। আরও আছেন শাহেদ আলী। ওপার বাংলার শিল্পীদের তালিকায় আছেন জনপ্রিয় নায়িকা রাইমা সেন, বিশ্বজিত দত্ত, মেঘনা নাইডুসহ অনেকে।
জাহিদ হাসান বলেন, সীমান্তের নানা ঘটনা নিয়ে ছবির কাহিনি এগিয়েছে। পশ্চিমবঙ্গের খ্যাতনামা লেখক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।
১৯ জুলাই পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশে ছবিটি মুক্তি পাবে বলে ভারতের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছে ছবির পরিচালক আশীষ রায়। একই সঙ্গে এটি মুক্তি পাবে বাংলা, তেলেগু ও তামিল ভাষায়।
এদিকে, ‘সিতারা’ ছবিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। এর আগে, গত মে মাসে ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল এটি। ছবির শুটিং হয়েছে ভারতের কুচবিহারের প্রত্যন্ত মেখলিগঞ্জের বিস্তীর্ণ এলাকায়। এতে রাইমা সেনের দেহরক্ষী চরিত্রে আছেন জাহিদ হাসান।