কালিয়াকৈরে মাদক বিরোধী সভা

0
1296
Print Friendly, PDF & Email

বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা সরকার মার্কেট এলাকায় গত বুধবার বিকেলে দুই গ্রাম মাদকমুক্ত করার লক্ষে মাদক বিরোধী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মৌচাক ইউপি চেয়ারম্যান মোঃ লোকমান হোসেনের সভাপত্বি অনুষ্ঠিত মাদক ও আলোচনা সভায় বক্তৃতা করেন, কালিয়াকৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ আহম্মদ, ওসি শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা জামির উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদ সরকার, তানহা ইবনে অলি, নজরুল ইসলাম প্রমুখ।

সভায় সফিপুর পূর্বপাড়া ও রাখালিয়াচালা গ্রামটি পুলিশ ও গ্রামবাসীর উদ্যোগে আগামী পনের দিনের মধ্যে মাদক শূণ্য ও মাদক বিক্রেতা ও মাদক খোরদের গ্রেফতার করার ঘোষণা করা হয়।

পরে সফিপুর পূর্বপাড়া ও রাখালিয়াচালা গ্রামে মাদক বিরোধী দুইটি কমিটি ওসি আলমগীর হোসেনের কাছে জমা দেন গ্রামবাসী।

শেয়ার করুন