কালিয়াকৈরে শব্দ ও বায়ু দূষণের দায়ে কারখানাকে দুই লাখ টাকা জরিমানা

0
1337
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পূর্বপাড়া এলাকার এমএসএ টেক্সটাইল মিলস লিমিটেড কারখানা কে শব্দ ও বায়ু দূষণের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালত ওই কারখানায় শব্দ দূষণের সত্যতা পেয়ে এ জরিমানা করেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকায় এমএসএ টেক্সটাইল মিলস লিমিটেড কারখানাটি শব্দ ও বায়ু দূষণ করে। এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে জীবনযাপন করছিল। এক পর্যায়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ওই কারখানায় পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। পরে শব্দ ও বায়ু দূষণ বন্ধ করতে কারখানা কর্তৃপক্ষকে এক সপ্তাহ সময় দেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শব্দ ও বায়ু দূষণ বন্ধ করতে ব্যর্থ হয়। পরে মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ লাখ জরিমানা করেন ওই প্রতিষ্ঠানকে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে কারখানা কর্তৃপক্ষকে বায়ু ও শব্দ দূষণ বন্ধ করতে নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।

অভিযানে উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার, রিসোর্স অফিসার আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহিদ ও আনসার সদস্যরা।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, বায়ূ ও শব্দ দুষনের দায়ে এমএসএ টেক্সটাইল মিলস লিমিটেড কারখানাকে দুই লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। এরপরও তারা বায়ূ ও শব্দ দূষণ করলে তাদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন