গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা পূর্বপাড়া এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার (১ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৫ বছর।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রনি জানান, ভান্নারা পূর্বপাড়া এলাকায় একটি বনের ভেতর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে ওই মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, তাৎক্ষনিক ভাবে তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নারীকে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ ওই বনের ভেতর ফেলে রেখে পালিয়েছেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই রনি।