গাজীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
1400
Print Friendly, PDF & Email
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে ডিবি পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. আদনান হোসেন জনি (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করেন। এর আগে মঙ্গলবার রাতে শ্রীপুর থানাধীন বেড়াইদেরচালা আসপাড়া মোড় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃত মো. আদনান হোসেন জনি গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর চৌরাস্তা বাসষ্ট্যান্ড এলাকার মৃত. বাহার উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ টীম অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন এর তত্বাবধানে এবং উপ-পরিদর্শক (এসআই) মোঃ কবির উদ্দিন এর নের্তৃত্বে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা আসপাড়া মোড় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে চায়ের দোকানে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে মো. আদনান হোসেন জনিকে ৫৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।
পরে শ্রীপুর থানায় মামলা নং-১০৪ (৭)১৯ রুজু করা হইয়াছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।
শেয়ার করুন