বিশেষ প্রতিনিধি : গাজীপুর ‘কেজি স্কুল এসোসিয়েশনের’ উদ্যোগে এবং জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বৃওিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) দুপুরে গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: আনিছুর রহমান মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি ও গাজীপুর আইডিয়াল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা আলহাজ¦ মাসুদুর রহমান মাসুদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন, গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: খলিলুর রহমান, গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এম আবু ওবায়দা আলী প্রমূখ।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি ও গাজীপুর আইডিয়াল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ। এসময় গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের মোট ৫৫টি স্কুল অংশগ্রহন করে।