ঘরে বসে কোন পকেট কমিটি গঠন করা হবেনা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

0
1300
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : যাদের জন্য কমিটি তাদের পছন্দেই নেতা নির্বাচিত করা হবে। ঘরে বসে কোন পকেট কমিটি গঠন করা হবেনা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি।

শনিবার (৬জুলাই) দুপুরে কালিয়াকৈরের মৌচাক স্কাউট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের বর্ধিক সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী দুইটি বছর আওয়ামীলীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একদিকে জাতির জনকের জন্ম শত বার্ষিকী অন্যদিকে স্বাধীনতার অর্ধ শত বার্ষিকী উদযাপন করা হবে।

তাই দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। এছাড়া জাতীয় সম্মেলনের পূর্বেই কালিয়াকৈরের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়নসহ সব কমিটি সম্মেলনের মাধ্যমে করতে হবে,যাতে সঠিক ও যোগ্য নেতৃত্ব বের হয়ে আসে।

পরে যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় পৌর যুবমহিলা লীগের আহ্বায়ক রুপালী রুপা, উপজেলা শাখার আহ্বায়ক আমেনা খাতুন ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা খালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন