টস হেরে বোলিংয়ে বাংলাদেশ: ম্যাচ হারলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন

0
2154
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন বিনোদন ডেস্ক : হারলেই শেষ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন- এমন সমীকরণ নিয়েই আজ ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। এক কথায় অলিখিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ। এজবাস্টনে তেমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

৭ ম্যাচে বাংলাদেশের মোট সংগ্রহ ৭ পয়েন্ট। ৬ নম্বরে অবস্থান করছে মাশরাফি বিন মুর্তজার দল। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

দুই দল এর আগে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৩৫ বার। যেখানে ভারতের জয় ২৯টি, বাংলাদেশের পাঁচটি, একটি ম্যাচের ফল হয়নি।

বিশ্বকাপে দুই দলের এর আগে দেখা হয়েছে তিনবার। ২০০৭ সালে প্রথম দেখায় ঐতিহাসিক এক জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ২০১১ সালে ঘরের মাঠে গ্রুপপর্বে ও ২০১৫ বিশ্বকাপে মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ হেরে যায়।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

ভারতীয় একাদশ                                                                                                                  রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশাভ পান্ত, এমএস ধোনি, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, ইউজবেন্দ্র চাহাল ও জসপ্রিত বুমরাহ।

শেয়ার করুন