ফার্মেসীর মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রত্যাহার প্রসঙ্গে গাজীপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
1260
Print Friendly, PDF & Email

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর প্রতিনিধি : ফার্মেসী হতে মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রত্যাহার প্রসঙ্গে গাজীপুর শহর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সঙ্গে ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ জুলাই মঙ্গলবার দুপুরে জয়দেবপুর রেলগেটের উত্তর পার্শ্বে মার্কাজ রোডস্থ পিওর লাইফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর শহর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ সাজ্জাত হোসেন।

সমিতির সহ সাধারণ সম্পাদক সেলিম পারভেজ ও দপ্তর সম্পাদক মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান (নেসার), সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ লুৎফর রহমান (বাবুল), সাংগঠনিক সম্পাদক অক্ষয় চন্দ্র বিশ্বাস, মোজাম্মেল হক, মোঃ নুরুজ্জামান, ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার ফোরামের সভাপতি এ এইচ এম কবির উদ্দিন (বেক্সিমকো), সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ (রেনেটা), সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান (নাভানা), উপদেষ্টা মোঃ মোস্তফা দৌলত (এলকো) প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পিওর লাইফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট গোলজার হোসাইন জান্নাত।

গাজীপুর শহর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ সাজ্জাত হোসেন ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজারদের উদ্দেশ্যে বলেন, ঔষধ প্রশাসনের চিঠিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরত নেওয়ার কথা লেখা আছে। তারপরও যদি আপনারা ডেট ফেল, ড্যামেজ ঔষধ ফার্মেসী থেকে ফেরত না নেন এবং আমাদের সহযোগিতা না করেন শেষ পর্যন্ত আমরা আপনাদের কোম্পানীর ঔষধ বয়কট করবো।

ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার ফোরামের সভাপতি এ এইচ এম কবির উদ্দিন বলেন, আমরা প্রত্যেকে প্রত্যেক কোম্পানী থেকে নির্দেশনা পেয়েছি। আপনাদের দুঃশ্চিন্তার কারণ নেই। আমরা বিশেষ করে বেক্সিমকোর ডেট এক্সপেয়ার, ড্যামেজ ঔষধ ২৮ জুনের মধ্যে রির্টান নিয়েছি। আপনারা কেমিস্ট ভাইয়েরা ডেট এক্সপেয়ার হওয়ার ২/৩ মাস আগে আমাদেরকে জানাবেন আমরা রির্টান নিয়ে নিবো। এটা চলমাণ প্রক্রিয়া।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল খালেক। সভায় সমিতির সদস্য, ফোরামের সদস্য ও ফারিয়া’র সদস্য মিলে অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন