শ্রীপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

0
1213
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

বুধবার (০৩ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে আরো দু’টি মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে ভোরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার (০২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জানান, গাজীপুরসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১১ ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ড্রাম্পিং করার সময় বুধবার ভোরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর দুপুর সোয়া ১২টার দিকে ওই কারখানা থেকে আরো দু’জনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে মঙ্গলবার বিকেলে রাসেল মিয়া নামে এক নিরাপত্তাকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

উল্লেখ্য: শ্রীপুর উপজেলার নয়নপুরের ফরিদপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত গতকাল (০২জুলাই) মঙ্গলবার দুপুরে ‘অটো স্পিনিং লিমিটেড’র তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলাম বলেন, তদন্ত কমিটি আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান, ঘটনায় দায়ীদের চিহ্নিতকরণ, ক্ষয়-ক্ষতির নিরূপন এবং এরূপ ঘটনা প্রতিরোধে করণীয় সুপারিশমালা প্রদান করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন, পরিচালক শিল্প পুলিশ গাজীপুর এর প্রতিনিধি (উপ-পরিচালক পদমর্যাদার), অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশ, শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার, গাজীপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপ মহাপরিদর্শক এবং গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ- সহকারী পরিচালক।

শেয়ার করুন