গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে আব্দুল্লাহ আল সোহান (১৭) নামে কলেজ পড়ুয়া এক ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৯জুলাই) সকালে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের সাভারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল সোহান (১৭) গোসিংগা ইউনিয়নের সাভারচালা গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র। সে কাপাসিয়া উপজেলার শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারী কলেজের (হাইলজোর কলেজের) এইচএসসি ১ম বর্ষের ব্যবসা শিক্ষা শাখার ছাত্র ছিলো।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আব্দুল্লাহ আল সোহান এ বছরের এইচএসসি ১ম বর্ষ ফাইনাল পরীক্ষায় ইংরেজি বিষয়ে ফেল করেছিল। এমন অবস্থার কারন জিজ্ঞেস করলে সে তার বাবাকে জানায়, এক বিষয়ে পাশ করেনি বলে তাকে এইচএসসি দ্বিতীয় বর্ষে যাওয়ার সুযোগ হবেনা বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বাবা তাকে সান্তনা দিয়েছিলেন। এরপর গতকাল রাতের কোন এক সময় তার থাকার ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ঝুলে সে আত্মহত্যা করে।
পরিবার সূত্রে থেকে জানা যায়, ওই দিন ভোরে তার থাকার ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে তাকালে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হয়।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক ভাবে মৃত্যূর আসল রহস্য বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর সঠিক তথ্য জানা যাবে বলে জানান তিনি।