হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যু বরণ করেছেন

0
1894
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)।

রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে আটটার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তার একান্ত সচিব মেজর অ. প্রাপ্ত খালেদ আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ জুন সকালে হুসেইন মুহাম্মদ এরশাদ অসুস্থবোধ করলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

গত ৪ জুলাই দুপুরে এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেদিনই চিকিৎসক সূত্রে জানানো হয়েছিল, তার শারীরিক অবস্থা একেবারেই খারাপের দিকে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিলেন তিনি। সৃষ্টিকর্তার বিশেষ রহমত ছাড়া তার এই যাত্রায় বেঁচে যাওয়াও যে কঠিন সে বিষয়েও আভাস দিয়েছিলেন চিকিৎসকদল।

শেয়ার করুন