ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে গাজীপুর মহানগর বিএনপি মানববন্ধন করেছে। বিচারিক আদালতের দেওয়া সাজা বাতিল ও খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবী জানানো হয়।
১১সেপ্টেম্বর বুধবার দুপুরে শহরের রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ে কারাগারে আটক রয়েছেন তিনি।
মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মীর হালিমুজ্জামান ননী, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাড. মেহেদী হাসান এলিস, সাংগঠনিক সম্পাদক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ, গাছা বিএনপি নেতা জাহাঙ্গীর হাজারী, আমজাদ নেওয়াজ, আসাদুজ্জামান আসাদ প্রমূখ। পুলিশ কেন্দ্রীয় কর্মসূচীর এই মানববন্ধনে অংশ নিতে আসা নেতা-কর্মীদের রাস্তায় দাঁড়াতে নিষেধ করে। পরে নেতা-কর্মীরা ব্যানার নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
মানববন্ধনে বক্তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ার আহবান জানান। মানববন্ধনে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী যোগ দেন।