গাজীপুরে মিনিস্টার ফ্রিজ কারখানায় আগুন

0
1199
Print Friendly, PDF & Email
পুনম শাহরীয়ার ঋতু : গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় শুক্রবার সকালে মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে ।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, সকাল সোয়া ৭টায় মাইওয়ান-মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  অবস্থা বেগতিক দেখে আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ অভিযানে যোগে দিয়েছে।
এদিকে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনের এই কর্মকর্তা
শেয়ার করুন