মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে স্বাধীনতা পদকে ভূষিত করায় কালিয়াকৈরে গনসংবর্ধনা

0
803
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈরে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ১৯ শে মার্চের মহানায়ক, কিংবদন্তি নেতা ও মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আলহাজ্ব আ,ক,ম মোজাম্মেল হক (এমপি) কে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ও কৃতিত্ব পূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ “স্বাধীনতা” পদকে ভূষিত করায় কালিয়কৈরবাসী এক বিশাল অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাকে গনসংবর্ধনা দেয়।

গত শনিবার বিকেলে উপজেলার কালিয়াকৈর বাজার বাস টার্মিনাল এলাকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ গনসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক। গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, মো: মোশারফ সিকদার যুগ্ম সাধারন সম্পাদক গাজীপুর জেলা আওয়ামীলীগ, মো: জহিরুল ইসলাম জয় তথ্য ও গভেষনা সম্পাদক গাজীপুর জেলা আওয়ামীলীগ, অধ্যাপিকা অপু উকিল সাবেক সংসদ সদস্য ও সাধারন সম্পাদক বাংলাদেশ যুব মহিলালীগ, মো: আকবর আলী সাংগঠনিক সম্পাদক কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগ, মো: আব্দুল ওহাব মিয়া আহবায়ক কালিয়াকৈর পৌর আওয়ামীলীগ, মো: মোশারফ হোসেন জয় যুগ্ম আহবায়ক কালিয়াকৈর পৌর আওয়ামীলীগ, মো: রফিকুল ইসলাম তুষার যুগ্ম আহবায়ক কালিয়াকৈর পৌর আওয়ামীলীগ, মো: সেলিম আজাদ ভাইস চেয়ারম্যান কালিয়াকৈর উপজেলা পরিষদ, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান শামছুল আলম প্রধান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. রিনা পারভীনসহ আরো অনেকেই। এসময় অন্যান্যেের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর আওয়ামীলীগের অংগসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এর আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ফুলের তোরা ও কেষ্ট দিয়ে বরণ করা হয়।

এ অনুষ্ঠানকে প্রানবন্ত ও সাফল্যমন্ডিত করতে দফায় দফায় বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দগন মিছিল নিয়ে এসে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। কিছু সময়ের মধ্যে কানায় কানায় পুর্ন হয় অনুষ্ঠান প্রাঙ্গন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংসদ সদস্য ও দেশবরেণ্য শিল্পী মমতাজ বেগমসহ অন্যন্য শিল্পীবৃন্দ।

শেয়ার করুন