কালিয়াকৈরে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ অনুষ্ঠিত

0
1116
Print Friendly, PDF & Email
মনির হোসেন জীবন, নিজস্ব সংবাদদাতা : পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ (২৬ অক্টোবর, শনিবার) গাজীপুর জেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে বিকেল পৌনে ৪টার দিকে এক বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠানের আরম্ভ হয়। কালিয়াকৈর বাস টার্মিনাল চত্ত্বর থেকে শুরু হয়ে র‍্যালীটি কালিয়াকৈর বাজারসহ বিভিন্ন স্থান ঘুরে পুনরায় বাস টার্মিনাল চত্ত্বরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা পুলিশ সুপার ও গাজীপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা শামসুন্নাহার (পিপিএম) এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাংসদ আ.ক.ম মোজাম্মেল হক, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, সাবেক কালিয়াকৈর মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ সাহাবুদ্দিন, কমিউনিটি পুলিশিং কমিটির কালিয়াকৈর শাখার সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুজ্জামান সেতু।

অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন মজুমদার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী হাফিজুল আমিন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ সিকদার, জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, কালিয়াকৈর পৌর আ’লীগের আহ্বায়ক আঃ ওহাব মিয়া, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন (সবুজ)সহ গাজীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিটের কমিউনিটি পুলিশ, সাধারণ জনগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।

আলোচনা অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ এর সমাপ্তি হয়।

শেয়ার করুন