পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব সংবাদদাতা : ”পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী সস্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রায় কমিউরিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
গাজীপুর সালনা হাইওয়ে থানার উদ্যেগে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহা সড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভা করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার সাজেন্ট নাজমুল হক, সাজেন্ট আনিছুর রহমান, এসআই মোজাম্মেল হক, এস আই আনোয়ার হোসেন, এ এস আই তারিকুল ইসলাম, এএস আই সিদ্দিকুর রহমান, পরিবহন শ্রমিক চন্দ্রা শাখার সভাপতি লাকি মিয়াসহ সভাপতি আব্দুল লতিফ মিয়া সহ আরো অনেকে।