কালিয়াকৈর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0
1346
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ’: পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিকেল ৪ টার দিকে কালিয়াকৈর থানা পুলিশের উদ্যোগে থানা চত্তরে এ ওপেন হাউজ ডে আয়োজন করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগির হোসেন মজুমদারের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একে.এম জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কালিয়াকৈর, মো. আল মামুন। কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ।কালিয়াকৈর থানার তদন্ত ওসি মো. সানোয়ার জাহান। মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক। মৌচাক ইউনিয়ন পরিষেদ চেয়ারম্যান মো. লোকমান হোসেন। বীর মুক্তি যুদ্ধা মো.আব্দুর রশিদ। যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলিম, কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. সামছুল আলম সরকার।কালিয়াকৈর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলামসহ উপজেলার স্থানিয় ওয়ার্ড সদস্য, জনপ্রতিনিধি, গ্রামপুলিশ ও রাজনৈতিক নেত্রী বৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় সদ্য যোগদান করা গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) একে.এম জহিরুল ইসলাম বলেন, ‘ওপেন হাউজ ডে’ এর মাধ্যমে উপজেলার সাধারন জনগন তার নিজ নিজ এলাকার অপরাধী-সন্ত্রাসী, মাদক, বাল্য বিবাহ ও নারী নির্যাতনসহ যে কোন ধরনের অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবে এবং এলাকার সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরবে। পুলিশ স্থানিয়দের সঙ্গে নিয়ে অপরাধীদের শক্ত হাতে দমন করবে এবং সমস্যার সমাধান করবে। পুলিশ জনগনের বন্ধু, ‘পুলিশিই জনতা, জনতাই পুলিশ’ পুলিশ জনগনের পাশে আছে থাকবে।
শেয়ার করুন