কালিয়াকৈরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

0
1140
Print Friendly, PDF & Email
পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে  সারা দেশের ন্যায় ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ কবির, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার, আটাবহ ইউপি চেয়ারম্যার হাজী আ.গনি মিয়া, খাজাবদরুদদোজা মর্ডান হাসপাতালের চেয়ারম্যান  ডা.  বক্তিয়ার আহম্মেদ।
এছাড়াও উপজেলা পরিষদ ও উপজেলা সমাজ সেবা অফিসার ময়নুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার আ. সাত্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উপজেলা প্রতিবন্ধী সভাপতি ডি.এম এরশাদুল আলম।
উপজেলা প্রশাসন, সমাজসেবা ও খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতাল এর সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় তাদের মাঝে ২০০পিস কম্বল  ও ৩শ জনকে শিক্ষা  উপ বৃত্তি প্রদান করা হয়।
শেয়ার করুন