গাজীপুর প্রতিদিন ডেস্ক : আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সফল মিডিয়া ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক আব্বাস উল্লাহ সিকদার গত ১৮ জানুয়ারী বিকাল ৫.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। এ উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় গাজীপুর মহানগরের দিঘীরচালা দারুল উলুম মাদ্রাসায় কুরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ আব্বাস উদ্দিনের আয়োজনে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হারুন-অর-রশিদ জালালাবাদী।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে, মীর মোঃ সিরাজুল ইসলাম নির্বাহী সম্পাদক দৈনিক বিশ্ব মানচিত্র ও সভাপতি বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, দৈনিক বাংলা সময় এর গাজীপুর প্রতিনিধি ও আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন এবং গাজীপুরে কর্মরত সকল সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।