গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে পৌর আওয়ামীলীগ ও পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি, সাধারণ সম্পাদক ও মহল্লা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পৌর আওয়ামীলীগের উদ্যোগে চন্দ্রা গেস্ট হাউসে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মুরাদ কবির, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, মোঃ শরিফুল ইসলাম মন্ডল সাবেক যুগ্ন আহবায়ক কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ এবং ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ খলিল দেওয়ান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহল্লা কমিটির নেতৃবৃন্দ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, পৌর মহিলা আওয়ামীলীগ এবং যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পৌর শাখার বিভিন্ন ইউনিটের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।