কালিয়াকৈরে ৭মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি আকাশসহ গ্রেফতার ২

0
1058
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাত মামলার পলাতক আসামি পিচ্ছি আকাশসহ ২জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

কালিয়াকৈর পৌরসভাস্থ হরিনহাটি নুর মোহাম্মাদের বাড়ির নিকট থেকে গত মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফকারকৃতরা হলো সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মির্জাপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে আকাশ (২৮)। সে কালিয়াকৈর সাত্তার গেইট এলাকায় ভাড়া বাসায় থেকে এসব অপরাধ কর্মকান্ড সংগঠিত করে। ওই আকাশের বিরুদ্ধে অপরহন,মাদক,সন্ত্রাস,হত্যার চেষ্ঠা,দূর্ষ্যতাসহ সাতটি মামলা রয়েছে। অপর আসামি কালিয়াকৈর উপজেলার উলসাড়া এলাকার বজলুর রহমানের ছেলে সাগর (২৬)।

পুলিশ জানায়, কালিয়াকৈর হরিন হাটি এলাকায় পিচ্ছি আকাশ এবং সাগর মাদক দ্রব্য বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পিচ্ছি আকাশ এবং সাগরের নিকট থেকে ৬০পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩০ পুড়িয়া হেরোয়িন উদ্ধার করে পুলিশ।

কালিয়াকৈর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই)আইনুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে তাদেরকে গাজীপুর জেল হাজতে প্রের করা হয়েছে।

শেয়ার করুন