গাজীপুর প্রতিদিন ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দড়বাড়িয়া এলাকায় ৫টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২২ জানুয়ারি) দিনব্যাপি গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় কালিয়াকৈর উপজেলার দড়বাড়িয়া এলাকায় ৫টি অবৈধ ইটভাটা এস্কেভেটর (ভেকু) দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইটভাটাগুলোর মধ্যে ন্যাশনাল ব্রিকসকে ২ লাখ টাকা, রায়মা ব্রিকসকে ২ লাখ টাকা ও স্ট্রং ব্রিকসকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে মা ব্রিকস ও সেভেন স্টার ব্রিকসের কাঁচা ইট নষ্ট করা হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানে গাজীপুর আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিস সহযোগিতা করেন।