৬হাজার কাব শিশু ও ৩ হাজার কর্মকর্তা সমন্বয়ে ৬দিন ব্যাপি শিশুদের মিলন মেলা ক্যাম্পুরি শুরু

0
1248
Print Friendly, PDF & Email

গাজীপুর নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ এরিনা চত্বরে ছয়দিন তাবুর ভিতর থেকে জীবনের নানা চ্যালেঞ্জিং নানা কর্মসূচীতে অংশ নিয়ে সমুদ্র বিস্তর অভিজ্ঞতা অর্জন করবে।

বাংলাদেশ স্কাউট আয়োজিত ৯ম জাতীয় কাব ক্যাম্পরি রোববার থেকেই জমে উঠেছে। এখানে সারাদেশ থেকে ছায় হাজার কাব শিশু, এক হাজার কাব লিডার, ছয়শত স্কাউট কর্মকর্তা, ছয়শত সেচ্ছাসেবক রোভার স্কাউটসহ নয় হাজার লোকের সমাগম ঘটছে। আজ সোমবার বিকেল তিনটায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ নবম জাতীয় কাব ক্যাম্পুরির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর পরেই শুধু হবে সাব ক্যাম্প ভিত্তি নানা চ্যালেঞ্জিং কর্মকান্ড।

‘কাবিং করবো, শান্তির বার্তা আনবো’ এই থিমকে সামনে রেখে ১৯ থেকে ২৪ জানুয়ারি, ২০২০ তারিখ পর্যন্ত ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হচ্ছে। এই কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণের জন্য দেশের সকল জেলা থেকে ১৮ জানুয়ারি রাত থেকে ৬ থকে ১০ বয়সী কাব স্কাউটরা দলে দলে ক্যাম্পুরী ময়দানে এসে পৌঁছাচ্ছে।


কাব ক্যাম্পুরী হচ্ছে কাব স্কাউটদের বৃহত্তম মিলনমেলা। প্রতি ৪ বছর অন্তর বাংলাদেশ স্কাউটস এই মিলনমেলার আয়োজন করে থাকে। কাব ক্যাম্পুরীর চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন, প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস ও মাননীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশন, ড. মোঃ মোজাম্মেল হক খান।
রোববার সকালে মৌচাকের মনযূর উল করীম অডিটোরিয়ামে ক্যাম্পুরীর আয়োজন নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ক্যাম্পুরী আয়োজকদের পক্ষে সাংবাদিক সম্মেলনে ক্যাম্পুরী সম্পর্কিত তথ্য প্রদান করেন, ডেপুটি ক্যাম্পুরী চীফ (প্রচার, প্রকাশনা ও ডকুমেন্টেশন), সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার, ডেপুটি ক্যাম্পুরী চীফ ও মানবসম্পদ ব্যবস্থাপনা মু. তৌহিদুল ইসলাম, ডেপুটি ক্যাম্পুরী চীফ ও খাদ্য ব্যবস্থাপনা কাজী নাজমুল হক,
ডেপুটি ক্যাম্পুরী চীফ ও সাইট অপারেশন ব্যবস্থাপনা- ফেরদৌস আহমেদ,ডেপুটি ক্যাম্পুরী চীফ (প্রোগ্রাম), মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, ক্যাম্পুরী সচিব, আরশাদুল মুকাদ্দিস, আমিমুল এহসান খান পারভেজ, সালাহউদ দীন আহমেদ ও মীর মোহাম্মদ ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট ২০১৮ সালে স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ এবং রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনকারীদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ করবেন।

শেয়ার করুন