কালিয়াকৈরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

0
2296
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিদিন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকা থেকে মঙ্গলবার বিকেলে পুলিশ রফিকুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃত যুবককে তল্লাশি করে একটি দেশিয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম একই উপজেলার সিনাবহ গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে মারামারিসহ একাধিক মাদক মামলা রয়েছে কালিয়াকৈর থানায়।

কালিয়াকৈর থানার এসআই রাখাল চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় গিয়ে অস্ত্রসহ হাতে নাথে রফিকুল ইসলামকে গ্রেফতার করি। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি দেশিয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করে সাতদিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন